নিজস্ব প্রতিনিধি:
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জুলাই গণহত্যার অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশনে ইংরেজি ও বাংলায় লেখা এই চিঠি জমা দেওয়া হয়।
জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধানের স্বাক্ষরিত চিঠিতে ভারতের প্রতি কঠোর ভাষায় অভিযোগ তোলা হয়েছে। চিঠিতে বলা হয়, “১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশকে করদ রাজ্য হিসেবে দেখে আসছে। ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চনা, সীমান্তে অবৈধ পুশইন ও হত্যাকাণ্ড এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অবিরত হস্তক্ষেপ – এসব ভারতের আগ্রাসী মনোভাবেরই প্রকাশ।”
চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, “৫ আগস্ট ২০২৪ থেকে ভারত শেখ হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দিচ্ছে, যিনি আন্তর্জাতিকভাবে গণহত্যার অভিযুক্ত। বাংলাদেশের জনগণ দেশে তার বিচার চায়।” ভারতকে এই “ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড” বন্ধ করে হাসিনাকে ফেরত দেওয়ার জোর দাবি জানানো হয়।
জাগপার ৫ সদস্যের প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসে চিঠি জমা দিলেও কোনো ভারতীয় কর্মকর্তা তাদের সামনে আসেননি। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের এক কর্মকর্তা চিঠিটি গ্রহণ করেন।
চিঠিতে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলা হয়, “দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্ব সম্মান করা।” তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের “আধিপত্যবাদী নীতি” বন্ধেরও দাবি তোলা হয়।
এই চিঠি প্রসঙ্গে জাগপা নেতারা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে এবং তার কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই। তাই ভারতের উচিত তাকে বাংলাদেশে ফেরত দেওয়া। তারা সতর্ক করে দেন, এই ইস্যুতে তারা আন্তর্জাতিক ফোরামে আরও জোরালো আন্দোলন চালিয়ে যাবে।