১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

রাশিয়া-মার্কিন শীর্ষ বৈঠকে মস্কোর অটল অবস্থান: ‘জাতীয় স্বার্থে কোনো ছাড় নাই’

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সেই ফাদেয়েভ বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে আসন্ন রাশিয়া-মার্কিন শীর্ষ বৈঠকে দেশটির জাতীয় স্বার্থ রক্ষাই হবে তাদের প্রধান লক্ষ্য। আলাস্কায় অনুষ্ঠেয় এই বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশ নেবেন।

ফাদেয়েভ স্পষ্ট করে বলেন, “রুশ ফেডারেশনের ভূখণ্ড কাঠামো আমাদের সংবিধানে সুরক্ষিত এবং এ বিষয়ে কোনো পরিবর্তনের সুযোগ নেই।” তিনি সম্প্রতি গণমাধ্যমে রাশিয়া-ইউক্রেন ভূখণ্ড বিনিময় সংক্রান্ত জল্পনাকে নাকচ করে দেন। ২০২২ সালে ইউক্রেনের চারটি অঞ্চল ‘অন্তর্ভুক্ত’ করার রুশ সিদ্ধান্তের পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকের এজেন্ডা সম্পর্কে ফাদেয়েভ জানান, “ইউক্রেন সংকট থেকে শুরু করে দ্বিপাক্ষিক স্বাভাবিক ও কার্যকর সংলাপ প্রতিষ্ঠায় সব প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে।” তবে তিনি বিস্তারিত এজেন্ডা প্রকাশ না করে তা ক্রেমলিনের কাছে পাঠিয়ে দেন।

ইউক্রেন সংকট প্রসঙ্গে ফাদেয়েভ কিয়েভ সরকারের সমালোচনা করে বলেন, “ইউক্রেন শান্তি চায় না, বরং যুদ্ধ দীর্ঘায়িত করে ক্ষমতায় টিকে থাকার কৌশল নিচ্ছে।” তিনি খারকিভে বেসামরিক স্থাপনায় হামলার পরিকল্পনার কথা উল্লেখ করে সতর্ক করেন যে ইউক্রেন বৈঠক বানচালের চেষ্টা করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠক প্রভাবিত করার চেষ্টাকে ফাদেয়েভ “রাজনৈতিক ও বাস্তবিক দিক থেকে তুচ্ছ” বলে আখ্যায়িত করেন। এদিকে আজারবাইজানের সম্ভাব্য অস্ত্র সরবরাহ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এতে সংঘাত আরও তীব্র হবে।

রাশিয়ার শান্তি উদ্যোগে তিনটি কর্মদল গঠনের প্রস্তাবের বিষয়ে ফাদেয়েভ জানান, এখনো ইউক্রেনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই বৈঠককে সামনে রেখে উভয় পক্ষই ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top