নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ যুবসমাজের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবীণ প্রজন্মের সমালোচনা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি বলেন, “দেশের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যুবসমাজ, কিন্তু দেশ গঠনের প্রতিটি পর্যায়ে প্রবীণরা তাদের সাথে প্রতারণা করেছে।”
মাসউদ তার বক্তব্যে ইতিহাসের উদ্ধৃতি দিয়ে বলেন, “আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ ও পাকিস্তানি শাসন থেকে মুক্তি এনেছেন। আজকের যুবকরা দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ার সংগ্রামে শহীদ হয়েছে।” তিনি তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে যোগ করেন, “যারা আমাদের অপরিপক্ক মনে করে, তারাই ভুলে যায় এই ‘অপরিপক্করা’ই জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে।”
তবে আশাবাদ ব্যক্ত করে এনসিপি নেতা বলেন, “যুবশক্তি ও প্রবীণদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়তে পারি। নতুন প্রজন্মের সাহস ও ত্যাগ এবং অভিজ্ঞদের জ্ঞানের সমন্বয়ই পারে দেশকে সামনে এগিয়ে নিতে।”
জাতীয় যুব সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা যুবসমাজের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেন। তারা মত দেন যে, তরুণ নেতৃত্বের হাত ধরেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব। সম্মেলনে যুবকদের মাঝে দেশগঠনের দৃঢ় প্রত্যয় ফুটে উঠলেও, রাজনৈতিক অঙ্গনে প্রজন্মগত বিভাজন কাটিয়ে ওঠার আহ্বানও শোনা যায়। বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই বক্তব্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের আকর্ষণের কৌশল হিসেবে কাজ করতে পারে।