১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে সোনালী ব্যাংকের একাউন্ট হোল্ডসহ নানা অনিয়মের অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে এক গ্রাহকের ব্যাংক একাউন্ট হোল্ডসহ গোপনীয় তথ্য ফাঁস, অর্থ আত্মসাৎ ও মানহানিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের কর্মকর্তা তানিয়া হক এর বিরুদ্ধে।
তানিয়া হক চাটমোহর সোনালী ব্যাংক বাজার শাখার সিনিয়র অফিসার(ক্যাশ) হিসাবে কর্মরত আছেন।

সোনালী ব্যাংকের ভাঙ্গুড়া বাজার শাখার দীর্ঘদিনের গ্রাহক ও স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফফাত মোকাররমা ১০ আগস্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড চীফ এক্সিকিউটিভ অফিসার, সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়,সোনালী ব্যাংকের চাটমোহর শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) তানিয়া হক তাঁর একাউন্টের গোপন তথ্য সংরক্ষণ করে বিভিন্ন সময় অনৈতিকভাবে ব্যবহার করেছেন। ইফফাতের দাবি, ওই কর্মকর্তা তাঁর অগোচরে ই-ওয়ালেট খুলে অর্থ উত্তোলনসহ একাউন্টের ব্যালেন্স ও ব্যাংক স্টেটমেন্ট তৃতীয় পক্ষের কাছে ফাঁস করেছেন। এর ফলে তিনি ও তাঁর পরিবার একাধিকবার হুমকি ও অর্থ আদায়ের চাপে পড়েন।

অভিযোগে আরও বলা হয়, ৯ জুলাই ২০২৫ তারিখে তানিয়া হক রাজনৈতিক ও প্রভাবশালী মহলের সহায়তায় ইফফাতের নামে মিথ্যা মামলা করেন। পরবর্তীতে ৪ আগস্ট ইফফাত তাঁর একাউন্ট থেকে টাকা উত্তোলনের চেষ্টা করলে দেখতে পান সেটি হোল্ড করা হয়েছে। শাখা ব্যবস্থাপকের মাধ্যমে তিনি জানতে পারেন, চাটমোহর শাখা থেকে তাঁর একাউন্ট হোল্ড করা হয়, তবে সংশ্লিষ্ট শাখা কর্তৃপক্ষের অনুমোদন বা কারণ স্পষ্ট নয়।

৬ আগস্ট চাটমোহর শাখার কম্পিউটার ইনচার্জ ও শাখা ব্যবস্থাপক মৌখিকভাবে স্বীকার করেন, তাঁদের অজান্তে কম্পিউটার ইনচার্জের আইডি ব্যবহার করে তানিয়া হক এই কার্যক্রম চালান। ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতা ও অসৎ উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইফফাত মোকাররমা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কম্পিউটার ইনচার্জ গোলাম সরোয়ার বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা তবে তানিয়া হক আমার একাউন্টে ঢুকে এই কাজটি করেছে বলে ধারণা করছি।

এ বিষয়ে চাটমোহর শাখা ব্যবস্থাপক বলেন,আমাদের শাখা থেকে ব্যাংক একাউন্ট হোল্ড করা হয়েছিল। কে করেছে বা কেন করেছে এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে ইচ্ছুক নয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top