প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে ভাঙ্গুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নূর মুজাহিদ স্বপন এবং বিশেষ বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।
মন্ডতোষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও মোঃ নায়েব আলী সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ আজিজ , পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির নেতা নূরুল ইসলাম বরাত , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান,উপজেলা যুবদলের সভাপতি মো. ফরিদ হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের এস এম হুমায়ুন কবির,কলেজ ছাত্রদলের সভাপতি বাইজিদ বোস্তামি,মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মাসুদ রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।