১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যাকাণ্ড: ছাত্রদল ৩ নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশাচালক ফাহিম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ছাত্রদলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মানঞ্জুরুল হক আরিফ ও সদস্য সচিব আসাদ ফরাজী স্বাক্ষরিত এক আদেশে ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. সজীব হাসান ও কর্মী আবির ও মারুফকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেন।

ঘটনার বিবরণে জানা যায়, ১১ আগস্ট দুপুরে মানকোন বোর্ডঘর এলাকায় ৩৫০ টাকা পাওনা নিয়ে বিবাদের জের ধরে সজীব হাসান ও তার সহযোগীরা ফাহিমসহ কয়েকজনকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট ফাহিমের মৃত্যু হয়।

নিহতের মা রুবি আক্তার সজীব হাসানসহ ১১ জনের নামে মুক্তাগাছা থানায় হত্যার মামলা দায়ের করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সজীব ও তার দল গত এক দশক ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে।

ঘটনার প্রতিবাদে ১৩ আগস্ট স্থানীয়রা জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, মামলায় অভিযুক্তদের গ্রেফতারে তদন্ত চলছে। ছাত্রদলের উপজেলা নেতৃত্ব দাবি করেছেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে অপরাধীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের আমলে এই গোষ্ঠী রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। এলাকাবাসীর দাবি, আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা হোক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top