শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্দোগে সাতক্ষীরা সদর উপজেলার ট্রেড ইউনিয়নের সভাপতিদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অমুষ্ঠিত হয়েছে।
১৩ (আগষ্ট) বুধবার বিকালে আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলার সভাপতি মাওলানা আয়ুব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী বিশেষ অতিথি তিথি হিসেবে আলোচনা করেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল গফফার।
সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার ট্রেড ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাসিবুজ্জামান, ভোমরা স্থলবন্দরের সভাপতি সরদার লুত্ফুর রহমান, আবু হাসান, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাষ্টার শরফুদ্দিন বিশ্বাস প্রমুখ।