মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনকে বোরো ধান সংগ্রহের বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করলেন বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
১৩ আগস্ট বিভাগীয় মাসিক সমন্বয় সভায় এ সম্মাননা স্মারক তুলে দেন বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা যায় ২০২৫ সালের বোরো ধান সংগ্রহে এ কর্মকর্তা সরকারের চাহিদা মত ধান সংগ্রহ করে কৃষকদের মাঝে সময় মত বিল পরিশোধসহ সংগ্রহকৃত ধান মিলে পাঠাতে সক্ষম হয়েছেন।