নিজস্ব প্রতিনিধি:
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ কার্যক্রমে দুর্নীতির সঙ্গে জড়িতদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “হজে জড়িত কোনো কর্মকর্তা বা কর্মচারী ঘুষ নিলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো স্থান নেই।”
তিনি হজযাত্রীদের জন্য উড়োজাহাজ ভাড়া কমানোর প্রক্রিয়া চলমান থাকার কথা জানিয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-কে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ঘোষণা দেন। ড. খালিদ বলেন, “সব সিদ্ধান্তে হাবের মতামত নেওয়া হবে, যাতে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।”
গত হজ মৌসুমে কিছু এজেন্সির অনিয়মের কথা উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, “কিছু প্রতিষ্ঠান জেদ্দা বিমানবন্দরে জর্দা ও তামাক পাচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।” তিনি একটি হজ এজেন্সির বিরুদ্ধে হাজির মাধ্যমে ২ কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের অভিযোগও তোলেন, যা সৌদি কর্তৃপক্ষ ধরে ফেলে।
হাব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের সুনাম রক্ষায় আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। যেকোনো অনিয়ম আমাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে।”
তিন দিনব্যাপী এই মেলায় হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, হজ প্রশাসনে ব্যাপক সংস্কার ও স্বচ্ছতা আনার লক্ষ্যে সরকারের এই কঠোর অবস্থান হজযাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।