আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অটোয়ায় এক মুসলিম তরুণীর ওপর গণপরিবহনে বিনা প্ররোচনায় হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলে পরদিন এক্স (টুইটার) পোস্টে তিনি লেখেন, “আমাদের শহরে বা দেশে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান নেই। অপরাধীকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”
প্রধানমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “কেউই কর্মস্থলে বা স্কুলে যাওয়ার পথে নিরাপত্তাহীনতায় থাকার কথা নয়। আমি ভুক্তভোগীর পাশে দাঁড়াচ্ছি।” স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তির বয়স ২০-৩০ বছর, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি এবং পাতলা গড়নের।
অটোয়া মুসলিম অ্যাসোসিয়েশন ফেসবুকে হিজাব পরা নারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করে বলেছে, “গণপরিবহনে সতর্ক থাকুন এবং কোনো হয়রানির ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান।” সম্প্রদায়ের নেতা আয়েশা শেরাজি বলেন, “অভিযুক্ত ব্যক্তি ইসলামবিদ্বেষী মন্তব্য করে নারীর জীবনকে হুমকির মুখে ফেলেছেন।”
অটোয়ার মেয়র মার্ক সাটক্লিফও এই ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, “ইসলামবিদ্বেষসহ সব ধরনের ঘৃণার বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াতে হবে। প্রত্যেকেরই গণপরিবহনে নিরাপদে চলাচলের অধিকার আছে।”
এই ঘটনা কানাডার মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ এখন ঘটনার প্রত্যক্ষদর্শীদের সন্ধান করছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, বহুসংস্কৃতিবাদী কানাডীয় সমাজে এই ধরনের ঘটনা বিরল হলেও সাম্প্রতিক সময়ে ইসলামবিদ্বেষী হামলা কিছুটা বেড়ে যাওয়ায় সরকার কঠোর অবস্থান নিয়েছে।