১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৭ হিজরি

ওসিকে ‘উলঙ্গ করে তাড়ানোর’ হুমকির ঘটনায় মহেশখালীতে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে থানার ওসিকে ‘উলঙ্গ করে তাড়িয়ে দেয়ার’ হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আক্তার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) মহেশখালী পৌরসভার দিঘীর পাড়ে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শফি উল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী সভায় আক্তার হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে উদ্দেশ্য করে বলেন, *”মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব দোকান বন্ধ করেন আপনার। আপনাকে উলঙ্গ করে মহেশখালী থেকে তাড়িয়ে দেয়া হবে।”*

তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপরই বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, *”মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ ও হুমকি দেওয়া এবং সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব স্তরের পদ স্থগিত করা হয়েছে।”*

ঘটনার প্রতিক্রিয়ায় ওসি মনজুরুল হক বলেন, তিনি এখনো আক্তার হোসেনের বক্তব্যের ভিডিও দেখেননি। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, *”দেখি, এখনো চিন্তা করিনি।”*

অন্যদিকে, আক্তার হোসেনের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে এক মিছিলের সময় সন্ত্রাসী হামলার শিকার হন শফি উল্লাহ শফি। চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট তার মৃত্যু হয়। তার স্মরণসভায়ই এই বিতর্কিত মন্তব্য করেন আক্তার হোসেন।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে উত্তাপ তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়াকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখলেও, বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে দলীয় শৃঙ্খলা নিয়ে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top