১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য -দূর্নীতি বন্ধে পাঁচ দফা দাবি কর্মকর্তাদের

জাকির হোসেন, দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বৈষম্য, অরাজকতা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। এ দাবিতে বৃহস্পতিবার রেজিস্ট্রারের কাছে পাঁচ দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিস্ট আমল পরবর্তী এক বছর অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে এখনও চরম বৈষম্য ও অনিয়ম বিদ্যমান। ফ্যাসিজমের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দপ্তরে বহাল থেকে ‘জুলাই বিপ্লব’কে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্র করছে।

সংগঠনটি তাদের পাঁচ দফা দাবিতে উল্লেখ করেছে—
১) ফ্যাসিজমের সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্ব থেকে অপসারণ ও দোষীদের শাস্তি।
২) কর্মকর্তাদের খণ্ডকালীন নিয়োগ স্থায়ীকরণ।
৩) গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে শিক্ষকের পরিবর্তে সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব প্রদান ও স্থায়ী নিয়োগ।
৪) অর্থ ও হিসাব শাখায় ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিচার।
৫) ১৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত।
জিয়া পরিষদ হুঁশিয়ারি দিয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হলে তারা তদন্ত কমিশন হতে একযোগে পদত্যাগ, সাংবাদিক সম্মেলন, মানববন্ধনসহ কঠোর আন্দোলনে যাবে।# জাকির হোসেন হাওলাদার দুমকি পটুয়াখালী

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top