ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে( জবি) নারী শিক্ষার্থীদের ‘নারীর স্বাস্থ্য কথন’ শীর্ষক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার (১৪ আগস্ট) বসুন্ধরা শুভসংঘ, জবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির শহিদ সাজিদ ভবনের ম্যানেজমেন্ট বিভাগের ২১৫ নং রুমে সেমিস্টারটি অনুষ্ঠিত হয়।
মোনালিসা স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্টস ‘নারীর স্বাস্থ্য কথন’ শীর্ষক সেমিনারে ‘মেনস্ট্রারাল হাইজিন এ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ-২০২৫’ বিষয়ক সচেতনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে জান্নাতুল মাওয়া লিসার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ, জবি শাখার সভাপতি মোঃ জুনায়েদ শেখ।
সেমিনারে উপস্থিত নারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রথম দশ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক নারী শিক্ষার্থীকে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে গিফট প্রদান করা হয়।
উল্লেখ্য, সেমিনারটিতে তিন শতাধিক নারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। সেমিনারটি দুপুর ৩টায় শুরু হয়ে বিকাল ৫টায় সমাপ্ত হয়।