নিজস্ব প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী নেতাকর্মীদের দেখামাত্র গ্রেফতারের কঠোর নির্দেশ দিয়েছেন। ডিএমপির উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরে নাশকতার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া গেছে।
সূত্রমতে, জনতার ছদ্মবেশে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছে কিছু নেতাকর্মী। এ বিষয়ে আগাম তথ্য পেয়ে ডিএমপি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীজুড়ে স্থাপন করা হয়েছে বহু চেকপোস্ট। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে নেমেছে।
ডিএমপির সাইবার ইউনিট ফেসবুকে অপপ্রচার ও রাজপথে নামার আহ্বানকারীদের তদন্ত করছে। সিটিটিসি ইউনিট ও ডিবি সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি করেছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্ট ঘিরে ঝটিকা মিছিলের পরিকল্পনা করা হয়েছে। মাইক্রোবাসে করে একসঙ্গে কয়েকজন এসে হঠাৎ মিছিল করে ভিডিও ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, “জাতির পিতার শাহাদতবার্ষিকী শান্তিপূর্ণভাবে পালনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”