আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে ঐতিহাসিক মোঘল সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়ায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের গম্বুজের অংশবিশেষ ধসে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১২ থেকে ১৫ জন দর্শনার্থীকে উদ্ধার করতে দিল্লি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায়। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।
১৬ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত এই সমাধি কমপ্লেক্স দিল্লির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। ২০২৪ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রায় ১ লাখ ৮৫ হাজার পর্যটক এই স্থান পরিদর্শন করেছেন। তবে এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম।
ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দপ্তর (এএসআই) এবং আগা খান ট্রাস্ট ফর কালচার (একে টিসি) যৌথভাবে দীর্ঘদিন ধরে এই স্থাপনার সংরক্ষণ কাজ চালিয়ে আসছিল। ১৯৯০-এর দশকের শেষ থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত চলা সংস্কার কাজে মোঘল বাগান পুনরুদ্ধার, ঐতিহ্যবাহী পানির চ্যানেল পুনঃস্থাপন এবং ক্ষতিগ্রস্ত পাথর প্রতিস্থাপনের মতো কাজ করা হয়েছিল।
এই ঘটনায় শতাব্দীপ্রাচীন এই স্থাপনার সংরক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন পর্যন্ত ধসের সঠিক কারণ জানা যায়নি এবং অবশিষ্ট কাঠামোর অবস্থা সম্পর্কে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। উদ্ধারকাজ শেষ হওয়ার পর কাঠামোগত জরিপ ও মূল্যায়ন শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।