১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শিব মন্দির থেকে শুরু হয়ে বোয়ালখালী নারায়ন মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।পরে নারায়ন মন্দিরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। সভায় বক্তব্য রাখেন উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, সাধন ঘোষ, সুখলাল ব্রহ্মচারী, চিত্ত রঞ্জন দেব নাথ, শিবু চন্দ্র দে প্রমুখ।

বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ তুলে ধরে বলেন, ন্যায়, ধর্ম, সত্য ও মানবকল্যাণের জন্য শ্রীকৃষ্ণ আজও যুগে যুগে অনুকরণীয়। তাঁর শিক্ষা মানবসমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় দিকনির্দেশনা প্রদান করে।

দিনব্যাপী উৎসব উপলক্ষে পূজা-অর্চনা, কীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top