মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ৪ নং ওয়াড বেলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রহমানের বসতবাড়িতে হঠাৎ বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রসহ সবকিছু পুড়ে যায়।
আগুনে তার জমিয়ে রাখা এক লাখ বিশ হাজার টাকা ভস্মীভূত হয়। মেয়ের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে এই টাকা জমিয়ে রেখেছিলেন তিনি। অগ্নিকাণ্ডে অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন চার সন্তানের জনক আব্দুর রহমান।
ঘটনার বিষয়ে বাড়ির মালিক আব্দুর রহমান বলেন, “হঠাৎ আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। মেয়ের বিয়ের জন্য জমানো টাকাটাও পুড়ে গেল। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব।”
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে।