১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৭ হিজরি

সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ‘কালচারাল প্রস্টিটিউট’ আখ্যা দিয়েছেন বুয়েটের ছাত্র আবরার ফাইয়াজ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাইয়াজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ‘কালচারাল প্রস্টিটিউট’ আখ্যা দিয়েছেন। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

আবরার ফাইয়াজ শহীদ আবরার ফাহাদের ছোটভাই, যাকে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্রলীগ নেতাকর্মীরা নির্মমভাবে হত্যা করে। তার ফেসবুক পোস্টে বলা হয়েছে, “বাংলাদেশের মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ব্যক্তিত্বদের আমি দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখি। এরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস না জেনেই শুধু মুজিবপ্রেম দেখায়।”

তিনি আরও লিখেছেন, “এদের কাজ দুটি – তরুণদের বিভ্রান্ত করা এবং ফ্যাসিবাদ শক্তিশালী করা। কিছুদিন পরই দেখা যাবে এরা বলবে হুমকির কারণে এমন কথা বলতে বাধ্য হয়েছেন।”

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী শনিবার বিকালে টিএসসিতে শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রতীকী জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে। তাদের ব্যানারে লেখা ছিল, “কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন”, “শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদনকারীদের চিনে রাখুন”।

আবরার ফাইয়াজের এই বক্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী এটিকে ‘অমর্যাদাকর’ ও ‘ইতিহাস বিকৃতি’ বলে আখ্যায়িত করেছেন, আবার কিছু ব্যবহারকারী এটিকে ‘মতপ্রকাশের স্বাধীনতা’ হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা দেশে চলমান রাজনৈতিক বিভাজন ও ইতিহাসের ব্যাখ্যা নিয়ে বিতর্ককে আরও গভীর করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top