নিজস্ব প্রতিনিধি:
পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। নির্দেশনা আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে না দিয়ে টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতদের মাধ্যমে এই নির্দেশনা প্রচার করা হয়েছে। তবে এখনও অনেক মিশন আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশনা পাননি বলে জানা গেছে।
এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার।”
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক বলেন, তিনি ব্যক্তিগতভাবে এখনো এমন কোনো নির্দেশনা পাননি, তবে হাইকমিশনার পেয়েছেন কি না তা তার জানা নেই।
নির্দেশনা বাস্তবায়ন তদারকির দায়িত্বও সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদের ওপর ন্যস্ত করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি।
কূটনৈতিক মহলে এই নির্দেশনা নিয়ে আলোচনা চললেও সরকারি কোনো পর্যায় থেকে এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে সাধারণত রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের রীতি রয়েছে।