১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

মিরপুরে শহীদ আব্দুল্লাহ কবিরের নামে সড়ক উদ্বোধন

রুবেল ফরাজী, নিজস্ব প্রতিবেদক:

গণতন্ত্র পুনঃউদ্ধার আন্দোলনের সম্মুখযোদ্ধা এবং জুলাই বিপ্লবের শহীদ আব্দুল্লাহ কবিরের নামে মিরপুরের বাতেন নগরে একটি সড়কের নামকরণ ও উদ্বোধন করা হয়েছে।

শনিবার বাদ আসর বাতেন নগর জামে মসজিদে নামাজ আদায়ের পর গাবতলী খেলার মাঠের পূর্ব পাশে, মাজার রোড সংলগ্ন এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দেশনেতা তারেক রহমানের দেওয়া ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা ঢাকা-১৪ আসনের জননেতা জনাব মোস্তফা জগলুল পাশা পাপেল।

তিনি বলেন, “ধন্যবাদ জানাই দেশনেতা তারেক রহমানকে, যিনি ৩১ দফার মাধ্যমে জনকল্যাণমুখী কার্যক্রমের পথ দেখিয়েছেন। একইসাথে কৃতজ্ঞতা জানাই বাতেন নগর মালিক সমিতিকে, যারা শহীদ আব্দুল্লাহ কবিরের স্মৃতিকে ধরে রাখার এ মহৎ উদ্যোগে আমাদের সম্পৃক্ত করেছেন। জুলাই বিপ্লবের অন্যতম সিপাহী শহীদ আব্দুল্লাহ কবির আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।”

অনুষ্ঠানে শহীদের স্ত্রী ও পুত্র মো. আহনাফ খান ফিতা কেটে নামফলক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বাতেন নগর আবাসিক এলাকার মালিক সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগণ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন আব্দুল্লাহ কবির। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাতেন নগরের ৯ নম্বর সড়ককে আজ থেকে “শহীদ আব্দুল্লাহ কবির সড়ক” নামে ঘোষণা করা হলো।

একইসাথে দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়ে থাকা বাতেন নগরের প্রধান সড়কের কালভার্ট পুনর্নির্মাণ কার্যক্রমও শুরু হয়েছে। মালিক সমিতির সহযোগিতা ও জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেলের উদ্যোগে এই কাজ বাস্তবায়িত হচ্ছে।

এ মহৎ উদ্যোগে স্থানীয় জনগণ ও উপস্থিত অতিথিরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top