১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জের কৃতি সন্তান রুবেল হক নির্বাচিত ৩৬তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন–২০২৫ এর সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাগপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রামের কৃতি সন্তান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।

রুবেল হক তার সততা, পেশাদারিত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠার জন্য সুপরিচিত। শিবগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তিনি দেশের পুলিশ সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

কমিটির আহ্বায়ক: মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি) সদস্য সচিব: রুবেল হক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ওয়ারী জোন, ডিএমপি

অন্য সদস্যরা হলেন, আফসানা বেগম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি। মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ। তানভীর আহমেদ, সহকারী পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ। শারমিন আক্তার, সহকারী পুলিশ সুপার, রংপুর রেঞ্জ।কামরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ।

গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর রমনার পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা নবনির্বাচিতদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি ভবিষ্যতে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের কল্যাণ, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের মানোন্নয়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তারা ইতোমধ্যেই দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছেন। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top