১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

মধ্যনগরের মহিষখলা সীমান্তে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তঘেষা মহিষখলা সীমান্ত দিয়ে ভারতে নিহত হওয়া এক বাংলাদেশীর লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তষেষা মহিষখলা সীমান্তের মেইন পিলার ১১৮৮ সংলগ্ন এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মাধ্যমে লাশটি কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।

স্থানীয় বিজিবি কর্তৃপক্ষ জানান, নিহত বাংলাদেশীর পরিচয় নিশ্চিত হওয়ার পর সীমান্তবর্তী এলাকায় উভয় দেশের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে বিজিবি নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

সম্প্রতি মেঘালয়ের স্থানীয়দের মারধরে আকরাম হোসেন নিহত হন বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top