মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পেশাদার সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তাড়াশ পাবলিক লাইব্রেরী চত্বরে মানববন্ধনের পর পাবলিক লাইব্রেরী হলরুমে আলোচনা সভা হয়।
প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল (আমার দেশ), অধ্যাপক এম আতিকুল ইসলাম বুলবুল (সমকাল), অধ্যাপক সনাতন দাশ (কালের কণ্ঠ), গোলাম মোস্তফা (ইত্তেফাক), আব্দুল বারিক (ভোরের দর্পণ), শামিউল হক শামীম (আমাদের নতুন সময়), লুৎফর রহমান (নয়াদিগন্ত), এম এ মাজিদ (মানব জমিন), সোহেল রানা সোহাগ (মানবকণ্ঠ ও আনন্দ টিভি), হাদিউল হৃদয় (কালবেলা) এবং সাব্বির মির্জা (ঢাকা প্রতিদিন)।
বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের আর্থিক সুরক্ষার দাবি জানান। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনুস বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়