১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

গাজীপুরের ‘জঙ্গি নাটক’ হত্যাকাণ্ডে সাবেক আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাত যুবককে হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সোমবার (১৮ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের একটি ভাড়া বাসায় সাত যুবককে জঙ্গি দাবি করে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার ১৯ বছর বয়সী ছাত্র ইবরাহীমসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও ইসলামী মতাদর্শে বিশ্বাসী যুবক। ঘটনার পর নিহতদের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, “ভুক্তভোগীদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তে প্রমাণ মিলেছে যে, বাসাটি তালাবন্ধ করে ভেতরে গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল। এটি একটি পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ।”

গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত অন্য আসামিরা হলেন গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুন অর রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং বগুড়ার তৎকালীন পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার।

ইবরাহীমের বাবা কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রাথমিক প্রমাণ পায় যে, নিহতরা নিরপরাধ ছিলেন এবং জঙ্গি তকমা দিয়ে তাদের হত্যা করা হয়েছে। আদালতের রেকর্ড অনুযায়ী, নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের সন্তানদের বিচারবহির্ভূতভাবে গুম করে হত্যা করা হয়েছে।

এই মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশন টিম উপস্থিত ছিলেন। আদালত আসামিদের গ্রেফতারের পরবর্তী আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো এই বিচার প্রক্রিয়াকে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top