১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. সারওয়ার আলম

নিজস্ব প্রতিনিধি:

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, উপসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী সারওয়ার আলম প্রশাসনে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব থাকাকালে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।

২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। গত বছরের ১৪ আগস্ট তিনবার বঞ্চিত হওয়ার পর উপসচিব পদে পদোন্নতি পান তিনি। প্রশাসনিক মহলে সারওয়ার আলমকে দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। তার এই নিয়োগ সিলেটবাসীর কাছে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top