১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

পিতৃত্বকালীন ছুটির প্রস্তাব: স্বাস্থ্য উপদেষ্টার তিন শর্ত

নিজস্ব প্রতিনিধি:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম পিতৃত্বকালীন ছুটি প্রবর্তনের পক্ষে অবস্থান নিয়ে তিনটি শর্তারোপ করেছেন। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, “শিশুকে সময় দেওয়া, শিশুর যত্নে সমান অংশগ্রহণ এবং মায়ের সেবা নিশ্চিত করতে পারলে চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে।”

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নুরজাহান বেগম জোর দিয়ে বলেন, “পিতৃত্বকালীন ছুটি দিলে তা অবশ্যই লিখিত শর্তসাপেক্ষ হতে হবে।” তিনি মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরে বলেন, “৬৫ শতাংশ ডেলিভারি হাসপাতালে হলেও ৩৫ শতাংশ গৃহে হয়। তাই ধাত্রীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।”

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী জানান, দেশে মাতৃদুগ্ধ পানের হার ৬৫ শতাংশ থেকে কমে ৫৮ শতাংশে নেমে এসেছে। তিনি বলেন, “মেধাসম্পন্ন জাতি গড়ে তুলতে মাতৃদুগ্ধ নিশ্চিত করা জরুরি।”

কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞরা মাতৃদুগ্ধ সংক্রান্ত সচেতনতা বাড়াতে ধর্মীয় প্রতিষ্ঠান, মিডিয়া ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর জোর দেন। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এসকে রায় বলেন, “গুঁড়া দুধের প্রচার বন্ধ করে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।”

উল্লেখ্য, এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে – ‘মাতৃদুগ্ধ পানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন’। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ বিষয়ে গণসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top