১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে এনসিপির নিজস্ব উদ্যোগে নদীভাঙন রোধের প্রচেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ধরলা নদীর ভাঙন রোধে নিজেদের উদ্যোগে জিওব্যাগ ও টিউব ফেলে প্রতীকী কর্মসূচি পালন করেছে। সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. মুজাহিদ তার বক্তব্যে বলেন, “নদীভাঙন থেকে মানুষের সম্পদ রক্ষায় সরকারি ব্যবস্থাপনার অভাব আমাদের বাধ্য করেছে নিজেদের উদ্যোগে এগিয়ে আসতে। আমরা জানি সামান্য জিওব্যাগ দিয়ে বড় ধরনের ভাঙন রোধ করা সম্ভব নয়, কিন্তু এটি আমাদের প্রতিবাদের ভাষা।” তিনি স্থানীয় জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে যোগ করেন, “কুড়িগ্রামবাসী ত্রাণ চায় না, তারা চায় টেকসই বাঁধ। যারা সামর্থ্যবান তারা এগিয়ে এলে জিওব্যাগের মাধ্যমে অসংখ্য পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব।”

এনসিপি নেতা আরও অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী নদীভাঙনকে ব্যবসায়িক সুযোগ হিসেবে নিচ্ছে। তিনি বলেন, “যত বেশি ভাঙন হবে, তাদের ব্যবসা ততই বাড়বে – এই মনোভাবের তীব্র প্রতিবাদ জানাই আমরা।”

কর্মসূচিতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। সংগঠনটি জানিয়েছে, ভাঙনপ্রবণ অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে এমন উদ্যোগ নেওয়া হবে। এনসিপির এই কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে সরকারি পদক্ষেপের দাবিতে নতুন প্রেরণা সৃষ্টি করেছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top