১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

বরগুনা পলিটেকনিকে শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ চার শতাধিক বই পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি:

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরি থেকে শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ প্রায় চার শতাধিক বই শিক্ষার্থীরা উদ্ধার করে পুড়িয়ে ফেলেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

কলেজের শিক্ষার্থীদের দাবি, গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে আওয়ামী লীগের সব চিহ্ন মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলেও তাদের প্রতিষ্ঠানের লাইব্রেরিতে এসব বই লুকিয়ে রাখা হয়েছিল। কম্পিউটার বিভাগের এক শিক্ষার্থী জানান, “স্যাররা বলেছিলেন বইগুলো সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু লাইব্রেরিতে খুঁজে পেয়ে আমরা সেগুলো পুড়িয়ে দিয়েছি।”

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কার্তুনিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, “আমি মাত্র দেড় মাস আগে দায়িত্ব নিয়েছি। আগের অধ্যক্ষ বইগুলো সরিয়ে ফেলেছেন বলে জানিয়েছিলেন, কিন্তু পরীক্ষার চাপে সব খুঁজে দেখা সম্ভব হয়নি।”

প্রতিষ্ঠানের ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব হোসাইন দাবি করেন, “চারতলার লাইব্রেরি রুম থেকে শেখ মুজিব সম্পর্কিত বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে। ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা মিলে এ কর্মসূচি পালন করেছেন।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্তের আদেশ দেওয়া হতে পারে বলে সূত্রে জানা গেছে। গত বছর সরকার পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনৈতিক বই অপসারণের এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top