১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ১৮ আগষ্ট সকালে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সড়ক র্্যালী বের করা হয়। র্্যালীটি উপজেলা চত্তর থেকে বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্্যালী শেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাহাদাৎ হোসেন,উপদেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহবুব আরিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুৎ তোয়াব সহ মৎস্যচাষী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

এসময় মৎস্য চাষীদের পক্ষ থেকে মৎস্য চাষী মাসুদ রানা, মৎস্যচাষী আঃ রকিব গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী মৎস্যচাষীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সকল সমস্যা দূরীকরণের আশ্বাস দেন।

আলোচনা শেষে সফল মৎস্য চাষীদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা ক্যাম্পাস পুকুরে মাছের পোনা ছাড়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top