১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মাহফুজুর রহমান মাসুৃম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্ব ও উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক শফিকুল ইসলামেরউপজেলা সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। ইউএনও আলী সুজা তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “দেশি মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষার জন্য অভয়াশ্রম স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ উদ্যোগকে সফল করতে হলে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা অপরিহার্য। সরকার মৎস্য খাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যা বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মাহবুব আলম, উজিরপুর মডেল থানার এসআই জ্যোতির্ময় হালদার এবং উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ খোকন সরদার।

এ সময় বক্তারা বলেন “আমাদের গ্রামীণ অর্থনীতির সঙ্গে মাছের সম্পর্ক গভীরভাবে জড়িত। একসময় দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও প্রচুর দেশি মাছ রপ্তানি হতো। কিন্তু অতিরিক্ত আহরণ, জলাশয় ভরাট ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে দেশি মাছের প্রজাতি হুমকির মুখে পড়েছে। তাই অভয়াশ্রম সৃষ্টি করে দেশি মাছ রক্ষার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। রাজনৈতিক মতভেদ থাকলেও জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা অভয়াশ্রম প্রকল্পকে সফল করার জন্য প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে মৎসের উপর বিশেষ অবদান রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top