১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীর ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে কর্মবিরতি পালন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পৌরসভার সব ধরনের দাপ্তরিক কাজ ও জনসেবা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েন।

জানা যায়, গত রবিবার (১৭ আগস্ট) রাতে পৌরসভার সহকারী কর আদায়কারী সুজন শাহ ও যানবাহন পরিদর্শক মোকছেদ আলী গোয়ালপাড়ার কলাহাটিতে দায়িত্ব পালনের সময় অতর্কিত হামলার শিকার হন।

অভিযোগ রয়েছে, ওই এলাকায় পৌরসভার জমি অবৈধভাবে দখল করছিল একটি সন্ত্রাসী চক্র। এ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে পৌর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের বলেন, “পৌরসভার সম্পত্তি রক্ষায় গিয়ে আমাদের সহকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।” তিনি আরও জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং পৌর প্রশাসককে অবহিত করা হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: নুর-ই-আলম সিদ্দিকী বলেন, “এ ধরনের হামলা ন্যক্কারজনক। পৌরসভার সম্পত্তি রক্ষা করতে গিয়ে কেউ যদি আক্রান্ত হয়, প্রশাসন অবশ্যই আইনি ব্যবস্থা নেবে। কর্মকর্তাদের পাশে আমরা আছি।”

এদিকে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফইম উদ্দীন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।হামলাকারীদের শনাক্তের কাজ চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

পৌর এলাকার বাসিন্দারা জানান, পৌর কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় জন্মনিবন্ধন, কর আদায়, ট্রেড লাইসেন্স নবায়নসহ নানা সেবামূলক কাজে আসা মানুষজন বিপাকে পড়েছেন। তারা দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকৌশলী এম এ খালেক, পৌর কর্মকর্তা আবু সাঈদ, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবুসহ আরও অনেকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top