১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন 

রেজুয়ান আহমেদ সৈকত, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

দেশের মৎস্যসম্পদের প্রসার, সংরক্ষণ, সমৃদ্ধ এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের নানান কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি,পোনামাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে ত্রিশাল মার্কাজ মসজিদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

পরে রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
উপজেলার মৎস্য খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর ছিদ্দীকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, ত্রিশাল উন্নয়ন ফোরামের সেক্রেটারি ও ত্রিশাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক খবিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েল প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা প্রেসক্লাব ত্রিশালসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,উপজেলার মৎস্য চাষী ও খামারিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ মৎস্য চাষে সচেতন,সমৃদ্ধ ও গতিশীল করার আহবান জানানোর পাশাপাশি বিভিন্ন প্রতিবন্ধকতা ও তার সমাধান নিয়েও আলোচনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top