নিজস্ব প্রতিনিধি:
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি থেকে সামান্যতম পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
আসিফ নজরুল বলেন, “নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। সরকার এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন করব এবং নির্ধারিত সময়েই তা সম্পন্ন হবে।” রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এগুলো রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশে দীর্ঘদিন ধরে এমন বক্তব্য চলছে এবং এখনো তা অব্যাহত আছে। কথাবার্তার ধরনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। তাই নির্বাচনকালে কে কী বলেন, তা রাজনৈতিক প্রক্রিয়া হিসেবেই বিবেচনা করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “সরকার পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্মানিত ব্যক্তিত্ব। তিনি ব্যক্তিগতভাবে এই ঘোষণা দিয়েছেন এবং আমরা তার এই ঘোষণা থেকে একচুলও সরে আসব না।”
দুদক ও নির্বাচন কমিশনের সংস্কার সংক্রান্ত সুপারিশ প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, এ বিষয়ে আইন প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে তা সম্পন্ন হবে। তিনি বলেন, “আজ থেকেই আমরা এই প্রক্রিয়া শুরু করেছি।”