১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

“জলাশয় রক্ষা ও আমিষের চাহিদা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ” – মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিনিধি:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দেশের জলাশয় সংরক্ষণ ও জনগণের আমিষের চাহিদা পূরণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে আয়োজিত বর্ণাঢ্য র্যালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার জানান, ‘অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে দেশি মাছের বৈচিত্র্য রক্ষায় মৎস্যজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের কঠোর পরিশ্রমে দেশের মানুষ আমিষের চাহিদা পূরণ করছে। সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে সবসময় আপনার পাশে থাকবে।”

র্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য মেলা উদ্বোধন করেন। মেলা পরিদর্শনকালে তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ আখ্যায়িত করে বলেন, “এ মেলার মাধ্যমে জনগণ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদের সমৃদ্ধি সম্পর্কে সম্যক ধারণা পাবে।” অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক আলফাজ উদ্দীন শেখের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, এবারের মৎস্য মেলায় মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ ২২টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শনের জন্য ২৫টি স্টল অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মৎস্যজীবী ও সাধারণ নাগরিকরা এ আয়োজনে অংশ নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top