১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালী, পথসভা ও বৃক্ষ রোপন, ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমানের নেতৃত্বে শহরে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মিজান, যুগ্ম আহবায়ক শহীদ পাল, সৈকত মাহমুদ, জাহাঙ্গীর খান বক্তব্য রাখেন।

সভা বক্তারা বলেন, বিএনপি ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। জনপ্রিয়তা ও সাহস থাকলে নির্বাচনে আসেন। জনগণের রায় আমরা মাথা পেতে নেবো। মূলত বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি দল। ২৬ সালের ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। একটি কর্মী বিহীন দল নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে নানা ধরণের ষড়যন্ত্র করছে। সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধানের শীষের প্রচারনা প্রতিটি ঘরে পৌছে দিতে হবে।

পথসভা শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বৃক্ষরোপন করেন নেতাকর্মীরা। এসময় জেলার ৫টি উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার ৫টি উপজেলাতে ভিন্নভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top