সাদেকুর রহমান, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা) সম্প্রতি দুই বিশ্ববিদ্যালয় শিক্ষকের ওপর প্রকাশ্য হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, কিছু শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্টের সঙ্গে সম্পর্কিত মহল শিক্ষকদের উদ্দেশ্যে কুৎসিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছে এবং প্রকাশ্য হুমকি প্রদান করেছে। এই ঘটনায় কিছু রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী গোষ্ঠী কৃত্রিমভাবে সমর্থন যোগ করে শিক্ষকদের ভীতিপ্রদর্শনের চেষ্টা করছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এ ধরনের হুমকি ও সহিংস আচরণকে কখনোই গ্রহণযোগ্য বলে উল্লেখ করে এবং তীব্র নিন্দা জানায়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম দাবি করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেফতার করে যথাযথ বিচার করা হোক। এছাড়া, নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষাপ্রদানের পরিবেশ নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।