রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
আজ সকাল ১১ টার সময় ঈশ্বরদী উপজেলা মিলনাআয়তন কক্ষে প্রাণিসম্পদের স্টেকহোল্ডারদের সাথে প্রাণিসম্পদের আইন ও AMR বিষয়ক অবহতিকরণ সভা অনিষ্ঠত হয়।
অবহতিকরণ সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন প্রাণিসম্পদের ভিশন হচ্ছে সকলের জন্য পর্যাপ্ত নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করা। খাদ্য নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়েই স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির জন্যই আজকের আয়োজন। তিনি এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স এর ভয়াবহতা, পরিনাম ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন ১৯২৮ সালে প্রথম আলেকজান্ডার ফ্লেমিং এন্টিবায়োটিক আবিষ্কার করেন এবং এই কারণে তিনি ১৯৪৫ সালে নোবেল পুরষ্কার পান। আলেকজান্ডার ফ্লেমিং নোবেল পুরষ্কার অনুষ্ঠানে ভবিষ্যৎ বানী করেছিলেন, এমন একটা সময় আসবে যখন জীবানু এন্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাবে। তখন অনেক মানুষ মারা যাবে।
বর্তমানে সেই ভয়াবহ অবস্থার দিকেই যাচ্ছে পৃথিবী। আমাদের এখনই কার্যক্রম জোরদার ভাবে শুরু না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নিরাপদ পৃথিবী রেখে যেতে পারবো না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্টেকহোল্ডারদের খামারে GHP (Good Husbandry practice) এর উপর গুরুত্ব দিতে বলেন।
ভেটেরিনারি সার্জন ডা: মো: ফারুক হোসেন বিভিসি এক্ট ২০১৯ সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ছাড়া কেউ এন্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারবেন না।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো: আ.স.ম আব্দুন নূর।তিনি বলেন আইন মেনে চলার উপরে গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।তিনি বলেন প্রাণিসম্পদের স্টেকহোল্ডারদের প্রাণিসম্পদের বিভিন্ন আইন যেমব মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০, পশুরোগ আইন ২০০৫, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১, প্রাণিকল্যাণ আইন ২০১৯ সম্পর্কে ধারণা দেন এবং লাইসেন্সবিহীনদের দ্রুত লাইসেন্স এর আওতায় আসতে বলেন। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে বলেন।
প্রাণিসম্পদের স্টেকহোল্ডারদের সাথে প্রাণিসম্পদের আইন ও AMR বিষয়ক অবহতিকরণ সভার আয়োজন করেন ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ঈশ্বরদী,পাবনা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আকলিমা খাতুন ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসার। সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো: সাইফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সকল নেতৃবৃন্দ ও ঈশ্বরদী প্রাণী সম্পদ বিভাগের নেতৃবৃন্দ।