নিজস্ব প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই নির্বাচনী পদ্ধতির সঙ্গে অভ্যস্ত নন, ফলে এই কাঠামো তাদের ভোটাধিকারকে সঠিকভাবে প্রতিফলিত করতে পারবে না।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিমত ব্যক্ত করেন। ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন।
তিনি তার বক্তব্যে পরিষ্কার করে বলেন, “জনগণ আজ একটি সত্যিকারের নির্বাচন চায়। দেশের চলমান সংকট নিরসনের একমাত্র সমাধান হলো একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “ডাকসু নির্বাচন যেন সকলের অংশগ্রহণে সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সেটাই আমাদের প্রত্যাশা।” তবে তিনি এ-ও উল্লেখ করেন যে, কোনো দল内部 যদি সংস্কার না চায়, সেটি তাদের নিজস্ব বিষয়।
চিকিৎসা শেষে দেশে ফিরে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন এবং ভবিষ্যতেও দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখবেন।