২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

গ্যাসের চুলা থে‌কে আগুন, পু‌ড়লো ১টি হোটেল

মোহাম্মদ নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলার মোহাম্মদপুর বাজারে আগু‌নে পু‌ড়ে‌ছে ১টি হোটেল । মঙ্গলবার (২০ আগস্ট ) রাত ১১টার দিকে গ্যাসের চুলা থে‌কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে।
স্থানীয়রা জানায়, তজুমদ্দিন উপ‌জেলার ৮ নং ওয়ার্ডের মোহাম্মদপুর বাজা‌রে গ্যাসের চুলা থে‌কে আগুন লাগে। মুহূর্তে আগুন চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে পু‌ড়ে যায় ১টি হোটেল। এছাড়া পার্শ্ববর্তী ক‌য়েকটি দোকান ও ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্র‌ণে আনে।

ক্ষ‌তিগ্রস্ত ব্যবসায়ী মোঃ সোহাগ ব‌লেন, আমার হোটেলের গ্যা‌সের চুলা থে‌কে আগুন এই সূত্রপাত ঘটে । এতে আমার হোটেলটি সম্পূর্ণ পু‌ড়ে যায়। আগু‌নে ক্ষয়ক্ষ‌তি ৫০/৬০ হাজার ছা‌ড়ি‌য়ে যা‌বে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ও‌সি)মোহাম্মদ মোহাম্মদ মহাব্বত খান বলেন বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ এ মুহূ‌র্তে বলা সম্ভব নয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top