২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

দীঘিনালার বোয়ালখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ঔষধের দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইনামুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা এবং লাইসেন্স সংক্রান্ত অনিয়মের প্রমাণ মেলে। এসময় ছয়টি দোকানকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হক বলেন, অবৈধভাবে ওষুধ বিক্রি কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার মতো অপরাধ সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

অভিযান চলাকালে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং তারা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top