২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

ছাত্রদলের ডাকসু প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল ইসলাম, জিএস শেখ তানভীর

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সংগঠনটি ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে মনোনয়ন দিয়েছে। জেনারেল সেক্রেটারি (জিএস) পদে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে প্রার্থী করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন। এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ছাত্রদল বিভিন্ন সম্পাদক পদে আরিফুল ইসলামকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, এহসানুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, চেমন ফারিয়া ইসলাম মেঘলাকে কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, মেহেদী হাসানকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আবু হায়াত জুলফিকার জিসানকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী করেছে।

গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি ছাত্রনেত্রী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যিনি গত ১৫ জুলাই আহত হন। অন্যান্য পদগুলোর মধ্যে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে সাইফ উল্লাহ্, সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান মুন্নাকে প্রার্থী করা হয়েছে।

এছাড়া ১৩টি সদস্য পদে জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মোঃ হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পালকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্যানেল ঘোষণা শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ছাত্র সমাজের প্রত্যাশা পূরণে আমরা এই প্যানেল গঠন করেছি। যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে এবং ছাত্র সমাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, তাদেরকেই আমরা আমাদের প্যানেলে যুক্ত করেছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top