২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

বিআইডব্লিউটিএ’র অভিযানে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইল এলাকায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলোবাড়ি ভেঙে উচ্ছেদ করেছে। বুধবার (২০ আগস্ট) সকালে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান ও কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড শেখ আব্দুল্লাহ আল মামুন।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, নদীর সীমানা অতিক্রম করে প্রায় দেড় একর জায়গা জুড়ে অবৈধভাবে এই বাংলোবাড়ি গড়ে তোলা হয়েছিল। কেরানীগঞ্জ দক্ষিণ থানার হাসনাবাদ, দোলেশ্বর ও কাটুরাইল এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা সকল স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

কর্মকর্তারা উল্লেখ করেন, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা একটি রিট মামলার রায় অনুযায়ী নদীর জায়গা দখল করে নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিআইДব্লিউটিএ’র পক্ষ থেকে জানানো হয়, নদীর সীমানা পিলারের ভেতরে থাকা সকল ধরনের অবৈধ স্থাপনা তাদের জিরো টলারেন্স নীতির আওতায় উচ্ছেদ করা হবে। পুরো অভিযান期間 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে অবস্থান করছেন।

নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কের অবসান ঘটাতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কঠোর অবস্থান নিয়েছে বিআইডব্লিউটিএ। এই নীতিরই ধারাবাহিকতায় সাবেক প্রতিমন্ত্রীর বাংলোবাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top