নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে সংগঠনটির গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই ঘোষণা দেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “তন্বীর সাহসিকতা ও ত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই আমরা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রাখার সিদ্ধান্ত নিয়েছি।” এসময় ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে, যেখানে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং জেনারেল সেক্রেটারি (জিএস) পদে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিমকে মনোনয়ন দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর আগেই তন্বীর সম্মানে তাদের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ শূন্য রাখার ঘোষণা দিয়েছিল। ছাত্রদলও একই সিদ্ধান্ত নিয়ে আহত এই শিক্ষার্থীর প্রতি তাদের সংহতি ও শ্রদ্ধা প্রকাশ করল।