২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা তালায় জলাবদ্ধতা পরিদর্শনে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:

বুধবার (২০ আগস্ট)দুপুরে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন।
সাম্প্রতিক টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে হঠাৎ করেই কয়েকটি গ্রাম প্লাবিত হয়।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামীণ সড়ক, খেতের ফসল বীজতলা, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রান্নাবান্না, কৃষিকাজ, এমনকি শিশুদের পড়াশোনা সবকিছুই থমকে গেছে।

গত তিন বছর ধরে এই পানি আমাদের স্বাভাবিক জীবন থমকে দিয়েছে। বিশুদ্ধ পানির সংকট, পানিবাহিত রোগ আর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। কর্মহীন হয়ে পড়েছেন শত শত মানুষ।

অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, মানুষের কষ্ট আমাকে ব্যথিত করেছে। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই বাধ সহ অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে। এ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কেশবপুর,ডুমুরিয়া ও তালা কলারোয়া এই তিন সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কারণ এ উজানের পানি কেশবপুর থেকে নেমে আসে তালার অঞ্চল দিয়ে সে পানি ডুমুরিয়া এলাকায় প্রবেশ করে।

সেসব নদী,খাল পলি জমে ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়ায় প্রতিবছর এলাকার প্রায় ৫ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। তিনি নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,উপজেলা কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিম।এছাড়া স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিনি সকালে তেতুলিয়া ইউনিয়নের মহিলাকর্মী সমাবেশের আলোচনা সাভায় অংশগ্রহণ করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top