২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

নীলসাগরের ‘ডোর টু ডোর’ প্রকল্পের সেরা পারফর্মারদের পুরস্কৃত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের বহুল আলোচিত ‘ডোর টু ডোর’ প্রকল্পের সেরা পারফর্মারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে শহরের নীলসাগর গ্রুপের পরিবহণ গ্রুপ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের সরকারী কৌঁশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ আওরঙ্গজেব সুজনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের প্রতিনিধি মাসুম শাহরীয়ার, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান এবং জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের চীফ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটন।

প্রকল্পের আওতায় বেস্ট পারফরমার, বেস্ট টীম লিডার, বেস্ট সেলার ও বেস্ট ডেলিভারী সেলস রিপ্রেজেনটেটিভসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জন কর্মীকে পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের কর্মীদের স্বীকৃতি ও পুরস্কার কর্মস্পৃহা বাড়িয়ে তোলে এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

পুরস্কার বিতরণী শেষে নীলসাগর কনজ্যুমারের চলমান ঈদ ধামাকা অফারের ক্রেতাদের নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ক্রেতাদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top