রুবেল ফরাজী, নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২০ আগস্ট ২০২৫, রাজধানীর মিরপুরে মাজার রোডের লালকুঠি বড় মসজিদ সংলগ্ন কবি নজরুল স্কুল এন্ড কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও ছাত্র-ছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল।
অনুষ্ঠানে বাচ্চাদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সঠিক উত্তরদাতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পুরো অনুষ্ঠানজুড়ে অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় প্রধান শিক্ষক জনাব ফিরোজ কিবরিয়া বলেন— “আমাদের অভিভাবক প্রতিনিধি সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল ভাই উপস্থিত হওয়ায় আমরা কৃতজ্ঞ। অত্র এলাকার সকল ভাই-বোন আজ এখানে এসে খুশি হয়েছেন। আমার বিশ্বাস পাপেল সাহেব ঢাকা-১৪ আসনের এমপি হওয়ার যোগ্য। তিনি একজন সৎ ও উন্নয়নমুখী মানুষ। ইতিমধ্যেই এলাকায় উন্নয়নমূলক কাজ করছেন, ভবিষ্যতেও তিনি আরও উন্নয়ন করবেন বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠান শেষে দেশনেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। লালকুঠি বাজারের সবজি, ফল, মুদি ও ফার্মেসি দোকানগুলোতে জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল নিজ হাতে লিফলেট বিতরণ করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পথচারীদের সাথেও আলাপ করেন।
এলাকাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে তার সাথে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাকে ঢাকা-১৪ আসনের অভিভাবক হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।