২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

খোকসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, সাফল্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালি।
বুধবার (২০ জুলাই) বিকেল তিনটায় খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলীর কার্যালয়ে ছিল প্রাণবন্ত আয়োজন।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বিশাল র‍্যালি নিয়ে খোকসা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জনসেবার বার্তা দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কমিশনার মোঃ হাশেম আলী। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রবিন রায়হান জসিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের একজন অগ্রণী বাহিনী হিসেবে কাজ করে আসছে। সংকটকালীন সময়ে দলের নেতা-কর্মীদের সংগঠিত রাখা, সামনে সাংসদ নির্বাচনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন এবং সমাজসেবামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই সংগঠন আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top