২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সাগর-রুনি সন্তান মেঘের কাছে পূর্বাচলের জমির দলিল হস্তান্তর করলেন ইউনূস

নিজস্ব প্রতিনিধি:

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এ দলিল হস্তান্তর করা হয়।

সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে এ প্লটটির জন্য আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার তার পরিবারকে প্লটটি বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এ জমির বর্তমান মালিকানা লাভ করেন সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং পুত্র মাহির সরওয়ার মেঘ।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, “তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মামলার দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে জানান, তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে বর্তমান তদন্তকারী সংস্থা পিবিআইকে জানতে পেরেছে। অনুষ্ঠানে মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। এ সময় উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফरিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top