২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে বিএনপির ইউনিয়ন কমিটি গঠন: তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে তিনি মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে এই পদে জয়লাভ করেন। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. অলি উল্যা। সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে জয়ী হন জাহাঙ্গীর আলম সম্রাট।

ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ভোটগ্রহণে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top