২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

‘হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর’ আহ্বান জানিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি

নিজস্ব প্রতিনিধি:

হায়দরাবাদ থেকে নির্বাচিত ভারতীয় সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়েইসি বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রসঙ্গে বিতর্কিত এক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশিদের ফেরত পাঠাতে হলে আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো উচিত।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে ওয়েইসি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক।” তিনি দাবি করেন, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন।

বাংলাভাষীদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সীমান্তে ফেরত পাঠানোর প্রসঙ্গে ওয়েইসি বলেন, বিজেপি সরকার যদি সত্যিই অনুপ্রবেশকারীমুক্ত ভারত চায়, তবে প্রথমেই শেখ হাসিনার মতো ক্ষমতাচ্যুত নেত্রীকে ফেরত পাঠানো উচিত।

তিনি বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান এবং নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন। ওয়েইসি তার বক্তব্যে প্রশ্ন তোলেন, “দেশে যিনিই বাংলা ভাষায় কথা বলছেন, তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন—এটা কেমন বিদেশাতঙ্ক? এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে?”

ওয়েইসির এই বক্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাভাষী সংখ্যালঘুদের প্রতি ভারতের নীতিকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top